1. live@www.sarabela.online : news online : news online
  2. info@www.sarabela.online : সারা বেলা :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ক্বারীয়ানা শিক্ষক গ্রেপ্তার বিপুল উৎসাহ-উদ্দিপনায় বিশ্বনাথে ‘বাংলা নববর্ষ’ উদযাপন বিশ্বনাথে ‘বাসিয়া নদী’র বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নকরণ কার্যক্রম নিয়ে যা বললেন পৌর প্রশাসক বিশ্বনাথে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি স্থগিত বিশ্বনাথে ইয়াবা ব্যবসায়ীকে ধরে পুলিশের কাছে দিল যুবসমাজ ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ইলিয়াস আলীসহ বিএনপি নেতাকর্মীকে গুম করে- তাহসিনা রুশদীর লুনা বিশ্বনাথে প্রবাসী বোনের ফ্ল্যাট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বিশ্বনাথে ‘বাসিয়া নদী’র বর্জ্য পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন বিশ্বনাথ আন্ত: উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় প্রথম মো. নাদিম বাংলাদেশে শান্তি ও সংলাপ আয়োজনে সহায়তায় দিতে প্রস্তুত জাতিসঙ্ঘ সংবাদ সম্মেলনে অ্যান্তোনিও গুতেরেস

হামলা-লুটপাট ও অগ্নিসংযোগ করেছে আ.লীগ : হিন্দু মহাজোট সভাপতি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় যুব কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মানুষের ওপর হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের মতো নির্যাতন চালিয়েছে। তিনি অভিযোগ করেন, কৌশলগতভাবে এসব ঘটনার দায় ইসলামী রাজনৈতিক দলগুলোর ওপর চাপানো হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই কনভেনশনে তিনি এসব মন্তব্য করেন।

গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, “মানুষের ওপর হামলা করেছে, লুটপাট করেছে এবং অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ। কিন্তু সব দায় চাপিয়েছে ইসলামী আন্দোলনের ওপর।”

তিনি আরও বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ভবিষ্যতে ইসলামী আন্দোলনসহ দেশের ধর্মীয় নেতৃবৃন্দের নেতৃত্বে দেশ পরিচালিত হবে।”

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আমরা চরমোনাই হুজুরের অতীত কার্যক্রম থেকে দেখেছি, আপনারা সবসময় সংখ্যালঘুদের পাশে থেকেছেন। ৫ আগস্টের পর থেকে আপনারা গ্রামাঞ্চলের মন্দিরগুলো পাহারা দিয়েছেন, হিন্দুদের পাড়ায় শান্তি বজায় রাখতে সহায়তা করেছেন। সমগ্র হিন্দু সমাজ এই সহায়তার জন্য কৃতজ্ঞ।”

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি ইসলামী যুব আন্দোলনের ভূমিকা এবং আদর্শিক আন্দোলনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, ইসলামী যুব আন্দোলনের জাতীয় যুব কনভেনশন দেশের যুবসমাজের মধ্যে ঐক্য, ইসলামী মূল্যবোধ, এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে প্রতিবারের মতো এবারও সফলভাবে অনুষ্ঠিত হলো।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত সারা বেলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট