1. live@www.sarabela.online : news online : news online
  2. info@www.sarabela.online : সারা বেলা :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ক্বারীয়ানা শিক্ষক গ্রেপ্তার বিপুল উৎসাহ-উদ্দিপনায় বিশ্বনাথে ‘বাংলা নববর্ষ’ উদযাপন বিশ্বনাথে ‘বাসিয়া নদী’র বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নকরণ কার্যক্রম নিয়ে যা বললেন পৌর প্রশাসক বিশ্বনাথে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি স্থগিত বিশ্বনাথে ইয়াবা ব্যবসায়ীকে ধরে পুলিশের কাছে দিল যুবসমাজ ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ইলিয়াস আলীসহ বিএনপি নেতাকর্মীকে গুম করে- তাহসিনা রুশদীর লুনা বিশ্বনাথে প্রবাসী বোনের ফ্ল্যাট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বিশ্বনাথে ‘বাসিয়া নদী’র বর্জ্য পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন বিশ্বনাথ আন্ত: উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় প্রথম মো. নাদিম বাংলাদেশে শান্তি ও সংলাপ আয়োজনে সহায়তায় দিতে প্রস্তুত জাতিসঙ্ঘ সংবাদ সম্মেলনে অ্যান্তোনিও গুতেরেস

স্মৃতিসৌধে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল, নেয়া হল হাসপাতালে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার পর দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে স্মৃতির বেদীতে আসেন মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা। এ সময় অতিরিক্ত ভিড়ে তিনি হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান বিএনপির নেতাকর্মীরা। জানা যায়, শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে প্রথমে অসুস্থবোধ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তখন তিনি জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে বসে পড়েন। সে সময় তার মাথায় পানি ঢালেন বিএনপির নেতাকর্মীরা। তখন হঠাৎ অচেতন হয়ে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন তিনি।

পরে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর নবী সোহেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এদিন সবার আগে জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় বীর শহীদদের উদ্দেশে সশস্ত্র সালাম জানায় তিন বাহিনীর একটি চৌকস দল। বিউগলের সুরে তৈরি হয় শোকাবহ পরিবেশ। রাষ্ট্রপতি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে স্মরণ করেন মুক্তি সংগ্রামে শহীদ শ্রেষ্ঠ সন্তানদের।

এর কিছুক্ষণ পর শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের স্বাধীনতা যোদ্ধা ও প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তে। এসময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাহসের মিনার উন্মুক্ত করা হয় সাধারণের জন্য। সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত সারা বেলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট